শুক্রবার ● ২২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে বিএনপি নেতার ছেলে গুলি ছুড়ে ১টি সংখ্যালঘু পরিবারকে ভীতি প্রদর্শনের অভিযোগ
পটুয়াখালীতে বিএনপি নেতার ছেলে গুলি ছুড়ে ১টি সংখ্যালঘু পরিবারকে ভীতি প্রদর্শনের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতার পুত্রের বিরুদ্ধে গুলি ছুড়ে একটি সংখ্যালঘু পরিবারকে ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শানু মৃধার ছেলে মো. ফয়সাল মৃধার (৩০) বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন মন্তোস দাস নামে এক ব্যক্তি।
এ ঘটনায় বাউফল থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে মন্তোস দাস ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়। মন্তোস দাসের অভিযোগ সূত্রে জানা যায়, শানু মৃধা দীর্ঘদিন ধরে গায়ের জোরে তাদের ৩ একর ৬৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। এরপর মন্তোস দাস আদালতের দ্বারস্থ হলে আদালত তাদের পক্ষে রায় দেয়। এরপর তিনি ওই জমিতে চাষাবাদ শুরু করেন। এতে ফয়সাল মৃধা ক্ষিপ্ত হয়ে পিতা শানু মৃধার বন্দুক ও ২৫/৩০ জন লোক নিয়ে জমির কাছে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে এবং রোপিত ধানের চারা তুলে ফেলে দেয়। এরপর জমির কাছে এলে তার পরিনাম ভয়াভহ হবে বলে হুঁশিয়ারী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ফয়সালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি, তবে তার পিতা শানু মৃধা জানান, মন্তোস দীর্ঘদিন ধরে আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে। সে নানা অপকীর্তি করে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করে যাচ্ছে। আমার ছেলে ঢাকায় থাকে, সে কিভাবে ফায়ার করবে। মন্তোস ও তার সাঙ্গাপাঙ্গরা আমার উপর হামলার চেষ্টা করলে আমি ফাঁকা গুলি ছুড়েছি। আমি রীতিমত মন্তোসের অত্যাচারে অতিষ্ঠ। আপনারা এলাকায় আসুন, তদন্ত করে দেখুন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আযম খান ফারুকী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।