রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি - চট্টগ্রাম সড়কে চলন্ত ট্রাক চা দোকানে : আহত-৬ নিহত-২
রাঙামাটি - চট্টগ্রাম সড়কে চলন্ত ট্রাক চা দোকানে : আহত-৬ নিহত-২
ষ্টাফ রিপোর্টার :: (৯ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৫৪মি.) রাঙামাটি - চট্টগ্রাম আঞ্চলিক সড়কে চলন্ত মালবাহী ট্রাক (নং-চট্টমেট্র-ট-১১-১৩০০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানের ওপর তুলে দেয়াতে ৬জন আহত ২জন নিহত হয়েছে।
রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় ২৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় পুলিশ চেকপোষ্টের কাছাকাছি এলাকার লোকজন সন্ধ্যার সময় রাঙামাটি - চট্টগ্রাম আঞ্চলিক সড়কের পাশে চা দোকানে বসে চা খাওয়ার সময় হঠাৎ চলন্ত ট্রাকটির চালক দোকানের ওপর তুলে দেয়।
এলাকার লোকজন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎক্ষনিক আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করান।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা তঞ্চঙ্গ্যা নূর হোসেন (৫৮) ও হাসেম (৪৫)কে মৃত ঘোষনা করেন। এরা উভয়ে ভেদ ভেদীর শিমুলতলী এলাকার বাসিন্দা।
আহতরা হচ্ছে : শরিফ (১৬), পিতা মো.হাসেম, মো. শামিম (২২), পিতা নূর হোসেন, মো. সিরাজুল ইসলাম (২১), পিতা মো. জুলহাস, সহিদুল (৩০), পিতা মো. মনুমিয়া, নূর মোহাম্মদ (৩০), পিতা কবির আহম্মদ ও সুমন (৪৫), পিতা জাকির হোসেন। আহতদের সকলের বাড়ি ভেদ ভেদীর শিমুলতলী এলাকায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মারাত্মক আহতবস্থায় শরিফ (১৬), মো. সিরাজুল ইসলাম (২১) ও সহিদুল (৩০)কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।