সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে ৩৩ মন্ডপে হচ্ছে দুর্গোৎসব
বেতাগীতে ৩৩ মন্ডপে হচ্ছে দুর্গোৎসব
বরগুনা প্রতিনিধি :: ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোপূজা।
এ লক্ষে উপজেলার ১টি পৌরসভা সহ ৭টি ইউনিয়নের ৩৩ টি মন্ডপে প্রতিমা তৈরিতে প্রতিমাশিল্পীদের দম ফেলার ফুসরত নেই। শারদীয় দুর্গোৎসব কে পরিপূর্ণরুপ দিতেই মন্ডপগুলোতে চলছে শেষ প্রস্ততি। শরতের এই দিনে কাশবন ও আকাশের ছবিই বলে দেয় অশুভ শক্তিকে দমন ও দেশের শান্তির কল্যানে মা মর্ত্যে আসছেন। হিন্দুধর্মালম্বীদের ভাষ্যমতে , দুই ছেলে গণেশ ও কার্তিক এবং দুই মেয়ে লক্ষী ও সরস্বতীকে নিয়ে এবার দেবী আসছেন দূর্গামর্ত্যে নৌকায় চড়ে এবং ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। ভ্রাম্যন আশোক চক্রবর্তী জানান, তাই দেবীকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমাশিল্পীরা। তাদের নিপূণ হাতে মন্ডপগুলোতে ইতোমধ্যে জোরেশোরে মাটিরকাজ শেষে রং-তুলির কাজও শেষ পর্যায়। নির্দিস্ট সময়ের মধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করতে পেরে খুশী প্রতিমাশিল্পী ও কারিগররা। পৌর এলাকার জেলে পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারন সম্পাদক সুমন গুহ জানান, উৎসবের আমেজ শুরু হওয়াতে খুশি শিশু কিশোরসহ সব বয়সের মানুষ। সরে জমিনে উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে , প্রতিমাশিল্পীরা কাদামাটি দিয়ে মুল কাঠামো নির্মানের কাজ আগে-ভাগেই শেষ করেছেন। শেষ পর্যায় রং-তুলির ছোঁয়ায় প্রতিমার রুপ ফুটিয়ে তোলার কাজ। দেবী দুর্গার আগমনে ভক্ত ও শিশুদের আনন্দে ভরে উঠেছে প্রতিটি মন্ডপের আঙ্গিনা।বিভিন্ন মন্ডপের সামনে চলছে লাইটিং, গেট, আলোক সজ্জার কাজ। পূজা মন্ডপের বাসিন্দা শিলা মনি বলেন, কয়েকদিন বাদেই শুরু হবে আমাদের বড় পূজা। পাঁচ দিনের এ পূজায় অনেক কিছু করার ইচ্ছে রয়েছে। বেতাগী কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দির পূজা আয়োজক কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় হালদার বলেন, সব কিছু মিলিয়ে এবারে ভালই হবে দুর্গোৎসব। একই মন্ডপের প্রতিমাশিল্পী অমল পাল বলেন, আমরা কাজের চাপে আছি। রং- তুলি হাতে এখন বড় ব্যস্ত সময় পার করছি।বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, গত বারের চেয়ে ৪ টি মন্ডপ বেড়ে এবারে ৩৩ টি মন্ডপে উদযাপিত হবে দুর্গাপূজা। বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, উপজেলার সব কটি মন্ডপের তালিকা তৈরি করে সংশ্লিস্ট প্রশাসনের নিকট দিয়েছি। সবকটি পূজা মন্ডপে উৎসব শান্তিপূর্ণকরতে মতবিনিময় সভায় প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চাওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বাচ্চু বলেন, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য ইতোমধ্যে একটি মনিটরিং কমিটি ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে প্রতিটি মন্ডপে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও স্থানীয় যুবকদের নিয়ে স্বেচ্ছা সেবক টিম করা হবে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মানুন আর রশিদ জানান, পূজা উৎসবঘিরে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে।