সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » কারাতে ১৮ দেশের মধ্যে ৭ম স্থানে বাংলাদেশ
কারাতে ১৮ দেশের মধ্যে ৭ম স্থানে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক :: ২১ সেপ্টেম্বর : ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ৮ম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপ-২০১৫ তে প্রথম বারেরমত অংশ নিয়ে ১৮ দেশের মধ্যে পদক তালিকায় ৭ম হয়েছে বাংলাদেশ ৷ প্রতিযোগিতায় বাংলাদেশ দল দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক জয় করে ৷ তালকাতোরা ইনডোর স্টেডিয়াম নয়াদিল্লীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মহিলা মাইনাস ৪৮ কেজি ওজন শ্রেনী কুমিতে প্রথম রৌপ্য পায় বাংলাদেশ দল ৷ এরপর দ্বিতীয় রৌপ্য আসে পুরুষ দলগত কাতায় ৷ পুরুষ মাইনাস ৫০ কেজি ওজন শ্রেনী কুমিতে প্রথম ব্রোঞ্জ ও পুরুষ মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেনী কুমিতে দ্বিতীয় ব্রোঞ্জসহ মোট ৪টি পদক পায় বাংলাদেশ দল ৷
নয়াদিল্লী থেকে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল জানান, আমরা এত বড় প্রতিযোগিতায় প্রথম বারেরমত অংশ নিয়ে ৪টি পদক পেয়েছি, খুব ভালো লাগছে ৷ কানাডা, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় ১৮টি দেশের সাথে আমাদেও কারাতেকাররা লড়াই করে দেশের জন্য ৪টি মেডেল অর্জন করেছে ৷ সব ক্যাটাগোরিতে খেলোয়াড় আনতে পারলে হয়তো আমরা স্বর্ণও পেতে পারতাম ৷ যাই হোক সবার দোয়াতে আমরা ৪টি মেডেল পেয়েছি এজন্য সবারই ধন্যবাদ জানায় ৷ বিশেষ করে ধন্যবাদ জানাই মিডিয়াকে তারা আমাদের ছেলে-মেয়েদের পদক পাওয়ার খবরটি গুরুত্বের সাথে প্রচার করেছে ৷ আপলোড : ২১ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০৭ মিঃ