সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » দিঘীনালায় বেইলী ব্রিজ ভেঙে যাওয়াতে যানবাহন চলাচল বন্ধ
দিঘীনালায় বেইলী ব্রিজ ভেঙে যাওয়াতে যানবাহন চলাচল বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫১মি.) খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা বাবুছড়া সড়কে একটি বেইলী ব্রিজের পাটাতন ভেঙে যাওয়া যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে । এতে করে ব্রিজের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রের জানান গেছে , সোমবার দুপুরে উপজেলার পাবলাখালী এলাকায় ঢাকাগামী অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক (চট্টমেট্টো ট ১১৬৩৯৯) বেইলী ব্রিজ পার হওয়ার সময় একটি পাটাতন দেবে চাকা আটকে যায়। পরে দুই পাড়ের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এবিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয় সবুজ চাকমা জানান, ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ার খবর পেয়ে অফিসের লোকজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো ব্যবস্থা করেছি । ব্রিজের আটকে যাওয়া ট্রাক সরিয়ে নেয়ার পর আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে পূর্ন নির্মাণ কাজ শুরু করা হবে। আগামীকাল বিকাল নাগাদ যানবাহন চলাচলের স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।