বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পার্বতীপুরে আগাম হাইব্রীড এ সি আই আমন ধান কেটে উদ্বোধন
পার্বতীপুরে আগাম হাইব্রীড এ সি আই আমন ধান কেটে উদ্বোধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫৩মি.) দিনাজপুরের পার্বতীপুরে আমন ধান কেটে উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ টায় উপজেলার ৩নং রামপুর ইউনিয়নের জমির হাট পাইপ পাড়া গ্রামের মৃত চয়েন উদ্দীনের ছেলে মোঃ আসাদুজ্জামানের প্রায় ১ হেক্টর জমির এ সি আই হাইব্রীড (মন্ডল) আমন ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ্ব আবু ফাত্তাহ মোঃ রওশান কবির, উপ- সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা বেগম ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তারুল আলম প্রমুখ। এ বছর পার্বতীপুর উপজেলায় হাইব্রীড আমন ধান ৮শত ২০ এবং বিনা-৭ সহ অন্যান্য ৬ শত ২০ হেক্টর জমিতে আগাম আবাদ হয়েছে। এসব আগাম আমন ধান কেটে কৃষক ও কৃষানীরা রবি শষ্য ও শাক সবজী আবাদ করবেন বলে জানান কৃষকেরা। কৃষকরা এসব শাক সবজী উপজেলার চাহিদা মিটাতে পারবে বলে বলে আশা করা হচ্ছে। আগাম আমন ধান ভালো ফলার কারণে কৃষকের মুখে হাঁসি দেখা যাচ্ছে।