রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » পাবনায় হত্যা মামলার আসামী তাজেম গ্রেফতার
পাবনায় হত্যা মামলার আসামী তাজেম গ্রেফতার
পাবনা প্রতিনিধি :: পাবনা সদর থানা পুলিশ এক অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের মনছুর হত্যা মামলার আসামী তাজেম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে ৷
সূত্রমতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মনছুর হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা পাবনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাছিমপুর এলাকা থেকে তাজেম উদ্দিনকে গ্রেফতার করে ৷
উল্লেখ্য, গত ১৭ জুলাই পবিত্র ঈদের দিন বিকেল ৪টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে নিহত মনছুর আলীর ছেলে সোহেল রানাসহ কয়েকজন যুবক তাস খেলছিল ৷ এ সময় আজম নামক এক ব্যক্তি সোহেল রানাসহ অন্যান্যদের মারধর করলে তারা বাড়ী ফিরে গিয়ে ঘটনাটি তাদের অভিভাবকদের জানায় ৷ বিষয়টি জানার পর সোহেল রানার পিতা মনছুর আলী আজমকে ডেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বলে ঈদের দিন ছেলেরা কিছু খেলাধুলা করতেই পারে ৷ এ ঘটনাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়৷ এরপর আজম তার দলবল নিয়ে মনছুর আলীর বাড়ী গিয়ে মনছুরকে ধারালো অস্ত্রদ্বারা উপর্যপরি ছুরিকাঘাত এবং লাঠিপেটা করে ৷ ঘটনার পর গুরুতর আহত মনছুরকে চিকিত্সার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ৷ তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিত্সাধীন অবস্থায় মনছুরের মৃত্যু ঘটে ৷
এ ব্যাপারে নিহত মনছুরের ছেলে সোহেল রানা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামীদের নামে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ৷ পাবনা থানা পুলিশ এ মামলায় ইতিপূর্বে দেলোয়ার হোসেন এবং জয়নাল নামক ২ জন আসামীকে গ্রেফতার করেছে ৷ গ্রেফতারকৃত তাজেম পুলিশের কাছে মনছুর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ৷