শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় ঘুষিতে গৃহবধুর চোখ নষ্ট
লামায় ঘুষিতে গৃহবধুর চোখ নষ্ট
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.০৬মি.) বান্দরবানের লামায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ঘুষিতে গৃহবধুর চোখ নষ্ট করে দিল এক পাষন্ড যুবক। গৃহবধু শাহিনা আক্তার কাজলী (২৫) উপজেলার সদর ইউনিয়নের মেওলারচর গ্রামের মো. জামাল এর স্ত্রী। অপরদিকে উশৃঙ্খল যুবক রহমত উল্লাহ (৩০) একই গ্রামের শাহাদাৎ উল্লাহর ছেলে।
কাজলীর বাবা সৈয়দ নূর (৫২) বলেন, দুপুর ২টার দিকে বাড়ির পাশের টিউবয়েলে কয়েকজন মহিলারা গোসল করছিল।
এসময় রহমত উল্লাহর বাবা শাহাদাৎ উল্লাহ (৫৩) গোসল করতে আসে। মহিলাদের গোসল করতে কিছুটা দেরী হলে গালমন্দ করে শাহাদাৎ উল্লাহ। এসময় উভয়ের মধ্যে কথাবার্তা কাটাকাটির এক পর্যায়ে শাহাদাৎ উল্লাহর ছেলে রহমত এসে কাজলীকে মারধর করে। ছেলে এগিয়ে আসলে শাহাদাৎ উল্লাহ কাজলীর চুল চেপে ধরে আর রহমত একঘুষিতে তার বাম চোখটি নষ্ট করে দেয়। প্রচন্ড ব্যাথা ও প্রচুর রক্তখরন হতে শুরু করলে কাজলীর বাবা সৈয়দ নূর এগিয়ে এসে মেয়েকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে।
লামা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার উহ্লা ওয়াইন রাখাইন বলেন, বাম চোখ থেকে প্রচুর রক্তখরন হচ্ছে। ধারনা করা হচ্ছে চোখটি নষ্ট হয়ে গেছে। রোগীকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া রোগীর শরীরে আরো আঘাতের চিহ্ন রয়েছে।