শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ্ ছাহেব এর ৬২ তম খোশরোজ শরীফ ২৯ অক্টোবর
হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ্ ছাহেব এর ৬২ তম খোশরোজ শরীফ ২৯ অক্টোবর
মো. আবদুল নাঈম মোহন :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি.) হুজুর কেবলা হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ্ ছাহেব (জামিরজুুরী দবরার শরীফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম) এর ৬২ তম পবিত্র খোশরোজ শরীফ আগামী ২৯ অক্টোবর রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দরবার ভিলা আমানতবাগ দরবার শরীফ কলেজ গেইট রাঙামাটিতে অনুষ্ঠিত হবে।
প্রতি বছর এই দিনে দেশের বিভিন অঞ্চল থেকে হাজার-হাজার ভক্ত গণের মিলন মেলা হয় দরবাল ভিলা রাঙামাটিতে। ভক্ত আশেক নিয়ত করে বিভিন্ন ধরণের হাদিয়া তোহফা নিয়ে মিলিত হয় নির্ধারিত এই দিনে।
পবিত্র খতমে কোরআন এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে, বাদে মাগরিব হইতে মিলাদ ও ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সর্বশেষ তাবারুক বিতরণের মাধ্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার জামিরজুরী দরবার শরীফ প্রাঙ্গনে ৬২ তম পবিত্র খোশরোজ শরীফ যথাযত ভাবে সম্পন্ন করার জন্য পরিচালনা কমিটির উদ্যেগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও প্রস্ততি অনুষ্ঠিত হয়েছে।
৬২ তম পবিত্র খোশরোজ শরীফ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল শুক্কুর সভাপত্বি করেন ।
সভায় ৫০ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হয় ৷ এই স্বেচ্ছাসেবক দলটি ২৯ অক্টোবর অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিবেন এবং মাহফিল সফল করার একসাথে কাজ করবেন।
পবিত্র খোশরোজ শরীফে আখেরী মোনাজাত পরিচালনা করবেন পবিত্র খোশরোজ উদযাপন কমিটির সভাপতি ও জামিরজুরী দরবার শরীফের এর খাদেম মো. ইয়াকুব আলী।