মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ফুলবাড়ীয়ায় বানার নদীর ভাঙ্গনে রাস্তায় যান চলাচল বন্ধ
ফুলবাড়ীয়ায় বানার নদীর ভাঙ্গনে রাস্তায় যান চলাচল বন্ধ
ময়মনসিংহ অফিস :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বানার নদীর ভাঙ্গনে শিবগঞ্জ বাজার হতে মুক্তাগাছা উপজেলার রসুলপুর ভায়া কাটবাওয়লা বাজার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসি জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ বাজার হতে মুক্তাগাছা উপজেলার রসুলপুর ভায়া কাটবাওয়লা বাজার রাস্তার মৌহতলা নরেশ পালের বাড়ী সংলগ্ন এলাকায় ভাঙ্গন দেখা দেয়। বানার নদীর এ ভাঙ্গনে মৌহতলা ঈদগাহ মাঠের পাশে গর্ত ও কাঁদা জমে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি।
ফলে ব্যস্ততম এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় আশেপাশের প্রায় ২০/২৫টি গ্রামের মানুষ তাদের উ্যপাদিত কৃষিপন্যসহ মাছ, মুরগীর খাবার আনা-নেয়া ছাড়াও এ জনপদ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার জনগনের চলাচল করে। বর্তমানে নদীর ভাঙ্গনের কারণে মূল রাস্তার ৮০ ভাগ ভেঙ্গে নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় বাইসাইকেল ছাড়া অন্যকোন যান বাহন চলাচল করতে পারছেনা।
পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়েজ উদ্দিন তরফদার এ ব্যাপারে বলেন, ‘রাস্তাটি যে পরিমান ভেঙ্গেছে তা আমাদের পক্ষে রোধ করা সম্ভব না। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আর্কষণ করছি , দ্রুততম সময়ে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা করার জন্য।’
ফুলবাড়ীয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. আব্দুল বাছেদ বলেন, ‘রাস্তাাটি যদি নদীভাঙ্গনের শিকার হয়ে থাকে তবে সেটি পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজ। যদি সংস্কার বা নতুন রাস্তা করার জায়গা দেওয়া হয় তবে সে ব্যাপারে সহযোগিতা করে পূনঃনির্মাণ বা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।