বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
গাজীপুরে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর খা পাড়া এলাকায় শত কোটি টাকা মূল্যের তিন দশমিক ৮০ একর সরকারি খাস জমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।
৪ অক্টোবর বুধবার দিনব্যাপী গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসানের নেতৃত্বে ভ্রামম্যান আদালত অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করেন।
মাহমুদ জানান, একটি মহল দীর্ঘদিন ধরে খাপাড়া এলাকায় একটি সরকারি পুকুরসহ তিন একর ৮০ শতাংশ জমি দখল করে বসত বাড়ি, কাঁচা বাজার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায় করছিল এমন অভিযোগ পায় জেলা প্রশাসন।
পরে কাগজপত্র যাচাই-বাছাই করে সব বিধি মেনে বুধবার ওই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় পাকা ও আধাপাকা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরও জানান, পুকুরের জমির চারপাশে ওয়াকওয়ে ও বাগান করে জনগণের জন্য উন্মূক্ত করে দেয়া হবে।
এ সময় গাজীপুর জেলার আরডিসি মো. শরীফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরিন মাধবী, জুবের আলম, মো. রাসেল মিয়া, শামিমা শরমিনসহ জেলা ও টঙ্গী ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদকাজে শতাধিক শ্রমিক, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।