শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রোহিঙ্গা নারী ও শিশু আটক
গাজীপুরে রোহিঙ্গা নারী ও শিশু আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭ মি.) গাজীপুরের কালিয়াকৈর থেকে রোহিঙ্গা সন্দেহে এক নারী ও এক শিশুকে আটক করেছে পুলিশ।
আজ ৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বিথী কুমারী (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৮)।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এএসআই আজিবুর রহমান জানান, দুপুরে ওই নারী ও শিশু কালিয়াকৈরের ভান্নার পশ্চিমপাড়া এলাকার পুকুরপাড়ে অবস্থান নিয়ে খাবার খাচ্ছিল। অজ্ঞাত পরিচয়ের নারী-শিশুকে দেখে রোহিঙ্গা বলে সন্দেহ হলে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। পরে দুপুর ২টার দিকে তাদের আটক করে থানায় আনা হয়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতদের চেহারা অন্যরকম হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়েছে। ছেলেটি তার নাম আব্দুল্লাহ এবং তার বাড়ি মিয়ানমার বলে জানিয়েছে। মিয়ানমারের নামটি সে ভালভাবেই উচ্চারণ করছে। তবে আটককৃত নারী তেমন কথা বলছে না। বাস এবং সিএনজিতে চড়ে তারা এ এলাকায় চলে আসে।
তিনি বলেন, প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল রবিবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট তাদের হস্তান্তর করা হবে।