শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বীর মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল আর নেই
বীর মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল আর নেই
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৩ মি.) বান্দরবান জেলার লামা উপজেলার বীরমুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীল আর নেই। আজ শনিবার বিকাল ৪টা২০মিনেটে হ্নদযন্ত্র বন্ধ হয়ে লামা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৭১ সালের রণাঙ্গণের এই বীর সেনানি লামা পৌরসভার ৩ নং ওয়ার্ড হাসপাতালপাড়ার বাসিন্দা। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি বেশ কয়েক মাস ধরে শারিরীকভাবে অসুস্থ্য ছিলেন। বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসাও নেন তিনি। আজ ৭ অক্টোবর শনিবার বিকালে বুকের ব্যাথা অনুভব করে নিজেই হেটে লামা স্বাস্থ্য কেন্দ্রে যান। সেখানে জরুরী বিভাগে ডাক্তার তার প্রেসার পরীক্ষা-নিরিক্ষা করতেই কয়েক মিনিটের মধ্যে তিনি ধরার মায়া ত্যাগ করেন।
দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে লড়েছিলেন বীর মুক্তিযোদ্ধা অর্জন চন্দ্র শীল। জীবনের প্রায় সময়টুকু সমাজ সংসারে বিলিয়ে দিয়েছেন তিনি। পরিবার-পারিপাশ্বিক নিষ্ঠুর বাস্তবতায় জীবন সায়হ্নে এই বীর মুক্তিযোদ্ধার বুকে এসে ভর করে এক যন্ত্রণার পাথর খন্ড। অবশেষে অব্যাক্ত কষ্টের গল্প বুকে চেপে নিরবে অভিমানে চলে গেলেন সমাজ-সংসার ছেড়ে না ফেরার দেশে।
আজ শনিবার রাতে তাঁর সৎকার সম্পন্ন করা হবে বলে জানাগেছে। তবে শোকাহত পরিবারের কারো নিকট সৎকার সংক্রান্ত কোন সঠিক সময় ও তথ্য পাওয়া যায়নি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠান হবে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।
লামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সকল সদস্য মুক্তিযোদ্ধা অর্জুন চন্দ্র শীলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।