সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » স্পীড স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার সমাপনী
স্পীড স্কেটিং ও রোল বল প্রতিযোগিতার সমাপনী
ক্রীড়া প্রতিবেদক :: (১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৮মি.) বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত ওরিয়ন ৩য় ফেডারেশন কাপ ২০১৭ (স্পীড স্কেটিং ও রোল বল) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ গতকাল ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স-এ অনুষ্ঠিত হয়।
রোলবল পুরুষ বিভাগে মাসুম স্কেটিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে লেজার স্কেটিং ক্লাব চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে এবং মহিলা বিভাগে লেজার স্কেটিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশন চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওরিয়ন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি সালমান ওবায়দুল করিম।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সভাপতি মো. আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।