বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় ছিনতাইকারীর গুলিতে পুলিশ কনস্টেবল আহত
ভালুকায় ছিনতাইকারীর গুলিতে পুলিশ কনস্টেবল আহত
ময়মনসিংহ অফিস :: (৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৫০মি.) ময়মনসিংহের ভালুকায় ছিনতাইকারীদের ছোঁড়া গুলিতে রাসেল (৩৮) নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ভালুকা মডেল থানার কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাসেল। আহত পুলিশ সদস্যকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়।
মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার মেহেরাবাড়ি হাজিরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হাজিরবাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ রাত সাড়ে আটটার দিকে হাজিরবাজার এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে কনস্টেবল রাসেল গুলিবিদ্ধ হন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই করে পালিয়ে যাবার সময় আব্দুছ ছাত্তার (২৫) নামের এক ছিনতারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। আহত পুলিশ সদস্য বাঁ হাত ও বাঁ উরুতে গুলিবিদ্ধ হয়। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।
এদিকে রাত ১১টার দিকে আহত কনস্টেবল রাসেলকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।