বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সাংবাদিকদের সাথে ওসি’র মত বিনিময়
আত্রাইয়ে সাংবাদিকদের সাথে ওসি’র মত বিনিময়
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৭ মি.)নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় এক যোগে কাজ করতে চান নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন। আজ বৃহস্পতিবার সকালে তার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আত্রাই প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি এ উপজেলার মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড কঠোর হস্তে প্রতিহত করার ঘোষনা দেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সহ-সভাপতি মো. মুজাহিদ খাঁন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, রুহুল আমিন, মো. ছাবেদ আলী, ওমর ফারুক, নাজমুল হোসাইন সেন্টু, এমরাম মাহামুদ প্রত্যয় ও ফিরোজ কবির।
নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন আরো জানান আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মী, সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে ঐক্যমতের ভিত্তিতে এক যোগে কাজ করার মধ্য দিয়ে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যাক্ত করেন।