শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে বিএনপির ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : মিল্টনের জামিন
গাবতলীতে বিএনপির ৩’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : মিল্টনের জামিন
বগুড়া প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) বগুড়ার গাবতলীতে পুলিশের কাজে বাঁধা প্রদান এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশকে আহত করার অভিযোগ এনে থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে প্রধান অভিযুক্ত করে ৩’শ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার এস আই আব্দুল আহাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে গত বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত মোরশেদ মিল্টনকে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ হাজির করা হলে ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান শুনানী অন্তে তাঁর জামিন আবেদন মুঞ্জুর করেন।
মামলাসূত্রে জানা যায়, গত ১৮অক্টোবর বিকেলে গাবতলী থানা বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্ত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য গণজমায়েত শুরু করে। তাদেরকে নিষেধ করা হলে তারা পুলিশের উপর চড়াও হয়ে ওঠে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মামলার বাদীসহ ৪পুলিশ সদস্য আহত হয় বলে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তখন লাঠিচার্জ করে। পরে থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে গ্রেফতার করে বগুড়া ডিবি অফিসে নেয়া হয়। দায়েরকৃত ওই মামলায় গতকাল বৃহস্পতিবার মোরশেদ মিল্টনকে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ হাজির করা হলে ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান শুনানী অন্তে তার জামিন আবেদন মুঞ্জুর করেন। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন, পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির সভাপতি ছাবেদ আলী, পৌর কৃষকদলের সভাপতি আইয়ুব হোসেন রাজুসহ যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, পৌর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক’সহ ৩শতাধিক নেতাকর্মী।