শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০৪৫মি.)
খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে সমায়ুন চাকমা (৪৫) নামে সংস্কারপন্থি নামে পরিচিত পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।
আজ ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরে কমলছড়ি ভুয়াছড়ির খ্রীষ্টান্ত পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে, সেনাবাহিনী ও পুলিশ।
খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়ন এর স্টাফ অফিসার মেজর মুজাহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সন্ধ্যা ৭টার দিকে খ্রীষ্টান্ত পাড়ায় প্রতিপক্ষের গুলিতে সমায়ুন চাকমা নিহত হয়। নিহত সমায়ুন চাকমা পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য।
পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি খুবই দূর্গম। পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি।