শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » সেবার জন্য নার্সিং পেশায় আসতে হবে : নজরুল ইসলাম
সেবার জন্য নার্সিং পেশায় আসতে হবে : নজরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪মি.) নার্সিং একটি মহৎ পেশা। সেবার জন্য জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে শিক্ষার্থীদের এ পেশায় আসতে হবে। মনে রাখতে হবে সেবাই পরম ধর্ম। আর অসুস্থ্য রোগীকে নিজের আত্মীয়ের মত করে সেবা করতে ভাল করে তুলতে হবে।
আজ ২১ অক্টোবর শনিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলজের বিএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সিরোমনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সাখাওয়াত মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান নজরুল ইসলাম এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ সালেহা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাখাওয়াত মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজর ব্যবস্থাপনা কমিটির পরিচালক আলী আহসান, ডা. রবিউল ইসলাম, ডা. আব্দুল মান্নান ও ইমরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।