রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ ২৫ টি আসনও পাবেনা : মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ ২৫ টি আসনও পাবেনা : মির্জা ফখরুল
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) বিএনপি যাতে নির্বাচনে না আসে সেজন্যে সরকার নানা ষড়যন্ত্র করছে. সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবেনা। বর্তমান ফ্যাসিবাদি সরকার উনচল্লিশটি মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে। সরকার সারাদেশে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে ভয় দেখিয়ে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায়। সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে অপকর্ম করেছে সেই একই কায়দায় প্রহসনের মাধ্যমে আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। সরক্রা এখন বুঝে গেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তারা তাই নির্বাচন নিয়ে এমন পথের কথা ভাবছে যার সাথে জনগনের কোন সম্পর্ক নেই। আমরা আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের জন্যে আলোচনার প্রস্তাব দিয়েছি। আগামী নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেয়ার অনুরোধ করছি। নির্বাচন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবি করছি।
২০ অক্টাবর শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেঃ জেনাঃ (অবঃ) আ স ম হান্নান শাহ’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার রুহিঙ্গা সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মায়ানমারকে চীন ও রাশিয়া সহ যে সব দেশ সহযোগিতা করছে সে সব দেশে গিয়ে প্রধান মন্ত্রীকে গণহত্যা বন্ধে জনমত গড়ে তুলতে হবে। আর অতি শীঘ্র রুহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে দেশেও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এর পরিচালনায় এ সভায় অন্যদের মাঝে বক্তব রাখেন হান্নান শাহ্’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান, হান্নান শাহ’র ছোট ভাই মোবারক শাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও কেন্দ্রীয় নেতা ডা. মাজহরুল ইসলাম প্রমূখ।