বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপি’র ডাকে হরতাল ঢিলেঢালা ভাবে পালিত
ঝিনাইদহে বিএনপি’র ডাকে হরতাল ঢিলেঢালা ভাবে পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমানের ১০ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। আজ বৃহস্পিবার সকাল থেকে জেলা রুট ও দুর পাল্লার সকল যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকালে বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট তবে বেলা বাড়ার সাথে সাথে দোকান খুলতে শুরু করে দোকানিরা। সকাল থেকে মাঠে দেখা যায়নি বিএনপি নেতা কর্মীদের। এমনকি কোন ধরনের পিকেটিংও চোখে পড়েনি। বিশৃংখলা ও নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।
এদিকে হরতালের বিপক্ষে সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পায়রা চত্বর এর ফিরে সমাবেশ অনুষ্টিত হয়। সেখানে আওয়ামীলীগের সারাধারন সম্পাদকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মসিউর রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির দুটি মামলায় রায়ে ১০ বছরের কারাদন্ড ও ১০কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার বাজেয়াপ্ত করার প্রতিবাদে জেলা বিএনপি বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহবান করে।