শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রামুর ১ স্থানীয় যুবককে গলাকেটে হত্যা করেছে রোহিঙ্গা
রামুর ১ স্থানীয় যুবককে গলাকেটে হত্যা করেছে রোহিঙ্গা
উখিয়া প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৬মি.) কক্সবাজারের রামুতে আবদুল জব্বার (২৫) নামে স্থানীয় এক যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে এক রোহিঙ্গা। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক রোহিঙ্গা হাফেজ জিয়াবুল মোস্তফাকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল জব্বার রামুর খুনিয়াপালংয়ের কালুয়ারখালীর হেডম্যান বশির আহম্মদের ছেলে।
রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান শুক্রবার গভীর রাতে খুনিয়া পালংয়ের ২ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় সামাজিক বনায়নের বাগান পাহারা দেয়ার সময় আবদুল জব্বারকে রোহিঙ্গা হাফেজ জিয়াবুল মোস্তফা গলাকেটে ও কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন স্থানীয়দের সহযোগিতায় ঘাতক রোহিঙ্গা হাফেজ জিয়াবুল মোস্তফাকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।
এ বিষয়ে রামু থানায় একটি রোহিঙ্গা হাফেজ জিয়াবুল মোস্তফাক এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে জানান (ওসি)।