সোমবার ● ৩০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » সমস্যা কখনো বলে আসে না : খাগড়াছড়ি জোন অধিনায়ক
সমস্যা কখনো বলে আসে না : খাগড়াছড়ি জোন অধিনায়ক
পানছড়ি প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৪মি.) আপনারা যদি মনে করেন গাড়ী চালাতে গিয়ে এখন পর্যন্ত কোন প্রকার সমস্যা হয়নি, আগামীতেও হবে না, সেটা ভুল। সমস্যা কখনো বলে আসে না, তাই গাড়ী চালাতে গিয়ে সতর্ক থাকতে হবে।
৩০ অক্টোবর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি সেনা জোনের উদ্যেগে পানছড়ি‘র মোটর সাইকেল চালকদের সাথে সচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য খাগড়াছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ এ কথা বলেন। অপরিচিত কোন ব্যাক্তিকে নেওয়ার সময় মালিক বা অপর চালকদের জানিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, যাদের গাড়ীর কাগজ নাই দ্রুত কাগজ করতে হবে এবং রাঁতের বেলায় প্রত্যান্ত অঞ্চলে না যাওয়াই উত্তম। গাড়ী চালানোর সময় মোবাইলে কথা না বলার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যদি চালক ভাইয়েরা মোটর সাইকেল ও চালকের কাগজপত্র করেন তবে আমরা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন বিনা মূল্যে হেলম্যাট দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সভায় আরো বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, খাগড়াছড়ি সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন ইলিয়াছ, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি মো. আজগর আলী প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ১৯৮৩সালের মোটর যান অধ্যাদেশে পরিস্কার করে বলা আছে মোটর যানের নাম্বার, চালকের লাইন্সেস, হেলম্যাট এবং ফিটনেস থাকতে হবে, অন্যাথায় গাড়ী চালানো যাবে না উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যাদের গাড়ীর কাগজ নাই তারা দ্রুত কাগজ করার জন্য ব্যবস্থা নেন। তা না হলে মোবাইল কোর্টে গাড়ী ধরা পড়লে গাড়ী বাজেপ্ত করা হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না। কারো সুপারিশ গ্রহণ করা হবে না।
যথা নিয়মে গাড়ী চালানোর আহবান জানিয়ে পানছড়ি সাব জোনের জোন কমান্ডার মেজর রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের যাত্রী হিসাবে বহন করবেন না, বরং সন্ত্রাসীদের দেখলে ও চিনতে পারলে আইন শৃংখ্লা বাহিনীকে খবর দিয়ে সহযোগীতা করুন।