শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
লামায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৩.১৮মি.) বান্দরবানের লামা পৌরসভার কলেজপাড়া এলাকায় আগুনে ওমর ফারুকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের শুত্রপাত হয়েছে বলে লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সূত্রে জানা যায়। ২রা অক্টোবর সকাল ১১টায় সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, পৌর এলাকার কলেজ পাড়ার দুলাল মিয়ার ছেলে ওমর ফারুক বেচু ব্যবসায়ী কাজে বাড়ির বাইরে ছিলেন। এসময় তার স্ত্রী রাবেয়া বেগম সন্তানকে নিয়ে স্কুলে গেলে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন লেগে যায়। বাড়িতে কেউ না থাকায় কোন প্রকার জিনিসপত্র সরানো যায়নি বলে বাড়ির মালিক ওমর ফারুক জানায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লামা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওমর ফারুক বেচু সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানায় নগদ টাকা ৭০ হাজার, সকল মালামাল ও বসতবাড়ি সহ তার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা।
লামা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (লিডার) মোজাম্মেল হক জানিয়েছেন, বাড়িতে প্রবেশ পথের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে ঢুকতে পারেনি। পরে মেশিন নামিয়ে দ্রুত পাশের পুকুর থেকে পানির লাইন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি সকল বসতবাড়িতে যাতায়াতের রাস্তা সুগম করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেন।
লামা পৌর মেয়র জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।