শুক্রবার ● ৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » গুনীজন » বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেল হত্যা দিবস পালন
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেল হত্যা দিবস পালন
ঢাকা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ রাত ১০.০১মি.) জেল হত্যা দিবস- ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আজ ৩ নভেম্বর শুক্রবার সকাল থেকে কোরআনখানি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল প্রভৃতি কর্মসূচি ঢাকার ৫১/এ পুরানা পল্টন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে ‘জেল হত্যা দিবস ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবিরত্ন মুহম্মদ আবদল খালেক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হক চাষী, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, আরজেএফ’র চেয়ারম্যান এস.এম. জহিরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার ও প্রচার সম্পাদক এডভোকেট খান চমন-ই-এলাহী প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় জেলখানার নির্জন প্রকোষ্ঠে বাঙালির জাতির চার সূর্যসন্তান মহান মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপটেন এম. মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের আশ্রয়ে থাকাবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। স্বাধীনতা বিরোধীচক্র এ সকল হত্যাকান্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে হত্যা করতে চেয়েছিল। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে ও বাঙালি জাতিকে নেতৃত্বশূণ্য করা অপচেষ্টা করেছিল। তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান ধারার রাষ্ট্রে বা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল। এই হত্যাকান্ড মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময় ও বেদনায়ক। বাঙালি জাতির সঠিক ইতিহাস নতুন প্রজন্মেকে জানাতে হবে। এই জন্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার গৌরবময় বর্ণাঢ্য জীবনী ও তাঁদের আদর্শ সমন্বিত লেখা পাঠ্যপুস্তকে অধিক অন্তর্ভূক্ত করতে হবে।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. আব্দুল হাদী।