শনিবার ● ৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত-১আহত-২০
ঈশ্বরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত-১আহত-২০
ময়মনসিংহ অফিস :: (২০ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ বিকাল ৫.১০মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আব্দুল মতিন (৫০) নামে একজন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত মতিনের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাঁচাইল গ্রামে।
শুক্রবার সন্ধার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের লক্ষীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল আমীন ও সজিব ঘোষ বলেন, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ গামী এম কে সুপার পরিবহনের একটি বাস উপজেলার লক্ষ্মীগঞ্জ নামক স্থানে অটো বিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে একটি ট্রাক আটকে সেটির সাথে রশি লাগিয়ে কাত হওয়া বাসটি সোজা করা হয়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় গুরুতর আহত অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনায় আহত ময়মনসিংহ কে বি কলেজের শিক্ষক মোহাম্মদ আলী (৪০), নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের জেসমিন (৩৫) তার স্বামী সোহেল (৫০) মেয়ে তাহমিনা (১৩) রাইসা (৬), চৈতনখালি গ্রামের ওমর আলী (৪০), গালাহার গ্রামের আলাউদ্দিন (৪৫), ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর গ্রামের হেকমত উল্লাহ (৩৪), ধনিয়াকান্দি গ্রামের সখিনা (৫৫), শিমরাইল গ্রামের আমেনা খাতুন (৬০), জমির উদ্দিন (৬৮), ধামদীর নাজুফা খাতুন (৬০), মাইজবাগ গ্রামের পার্থ অধিকারী (৪৫), গৌরীপুর উপজেলা বৃ-বড়ভাগ গ্রামের সাহেরা খাতুন (৫৫) সহ আরো প্রায় ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ঈশ্বরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।