মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে সেইপ এর দিনব্যাপি কর্মশালা
কাউখালীতে সেইপ এর দিনব্যাপি কর্মশালা
কাউখালী প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম(সেইপ) এর আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সার্বিক ব্যাবস্থাপনায় সামাজিক প্রচার অভিযান উপলক্ষে দিনব্যাপি এক কর্মশালা গতকাল মঙলবার উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত হয়।
কর্মশালা উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্নেহ আশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, সেইপ এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো. জিয়া উদ্দিন, সেইপ প্রতিনিধি মো. আরিফুল হক, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা, ঘাগড়া ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মন্টু চাকমা ও কাউখালী প্রেস ক্লাবের সহ সভাপতি মো. ওমর ফারুক ।
কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসার পরিতোস কান্তি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ধীমান চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার আহাম্মেদ, পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক করুনাময় চাকমা ও বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. খুরশেদ আলম প্রমূখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মোট ৩০জন অংশগ্রহনকারী অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় সামাজিক প্রচার অভিযান উপজেলা পর্যায়ে কর্মশালা কার্যক্রম শুরু করায় হয়। দেশের বেকার যুব সমাজকে দক্ষ প্রশিক্ষিত মানব সম্পদে রুপান্তর করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দুর করাই এই প্রোগ্রামের মুল লক্ষ। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় সেইপ এই কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় জানানো হয় যে সরকার দেশব্যাপি সেইপ এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন ৯টি ট্রেডকে আগ্রাধীকার ভিত্তিতে ৩৭টি বিভিন্ন বিষয়ে সম্পুর্ন বিনামুল্যে প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের বিভিন্ন ট্রেড অনুযায়ী চাকুরীর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা সেইপ করে থাকেন বলে সেইপের কর্মকর্তারা বিষয়টি কর্মশালায় নিশ্চিত করেন।