মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » পাবনা » ভেড়ামারা-ঈশ্বরদী বৈদ্যুতিক লাইন স্থাপনে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপুরণ দাবিতে সাংবাদিক সম্মেলন
ভেড়ামারা-ঈশ্বরদী বৈদ্যুতিক লাইন স্থাপনে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপুরণ দাবিতে সাংবাদিক সম্মেলন
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৪মি.) ভেড়ামারা থেকে ঈশ্বরদী জয়নগর বিদ্যুতের গ্রীড অফিস পর্যন্ত বৈদ্যুতিক লাইন স্থাপনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা ক্ষতিপুরণ দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে। আজ মঙ্গলবার সকালে বড়ইচারাস্থ চাউল কল মালিক গ্রুপ অফিসের্ কোরিয়ার সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আলহাজ্ব শামসুল আলম, চাউল কল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথা,নির্মানাধীন শিল্প প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম ও সাবেক ইউপি মেম্বর সিরাজ আলী । কোরিয়ার হ্যানবায়েক কোম্পানী লিঃ এর কান্ট্রি ম্যানেজার লিমিনহো,দোভাষী মাসুদ রানা ও সার্ভেয়ার শহিদুল ইসলাম বক্তব্য দেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করে বলেন, চাউল ও লিচু উৎপাদনকারী এলাকা হিসেবে বড়ইচারা এলাকা পরিচিত। ভেড়ামারা থেকে পাকশী পদ্মানদী হয়ে ঈশ্বরদী জয়নগর বিদ্যুতের গ্রীড অফিস পর্যন্ত ১২ কিঃমিটার দীর্ঘ ২ লাখ ৩০ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ শুরুর আগে কোন সার্ভে করা হয়নি। ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুরণও দেওয়া হয়নি।একটি নির্মানাধীন কেমিক্যাল কারখানা, তিনটি রাইচ মিল,৬৫ টি বসত বাড়ি ও ১৫ টি লিচু বাগন ক্ষগ্রিস্ত হয়েছে।
কোরিয়ার হ্যানবায়েক কোম্পানী লিঃ এর কান্ট্রি ম্যানেজার লিমিনহো বলেন,সরেজমিন পরিদর্শণ ও ক্ষতিগ্রস্তদের সাথে পৃথকভাবে আলোচনা করে সৃষ্ট সমাস্যার সমাধান করার চেষ্টা করবো। তবে আমরা কাজটি করতে এসে ক্ষতির শিকার হয়েছি। নানামুখি বাধার কারণে ইতোমধ্যে কাজ শেষ করার নির্ধরিত সময় গত ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা আশা করেন।