বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর : প্রতি আসনের জন্য লড়বে ৩৯ জন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর : প্রতি আসনের জন্য লড়বে ৩৯ জন
ময়মনসিংহ অফিস :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০২মি.) ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।
এবার ৫টি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে মোট ৩৮ হাজার ৫২১টি আবেদন জমা পড়েছে। এতে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক এ. এইচ. এম. কামাল আজ ৮ নভেম্বর বুধবার এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রথম দিন ১৯ নভেম্বর ‘এ এল’ ইউনিট, ২০ নভেম্বর ‘এ পি’ ইউনিট, ২১ নভেম্বর ‘বি’ ইউনিট, ২২ নভেম্বর ‘সি’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd) পাওয়া যাবে আরো জানান তিনি।