বুধবার ● ৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি : চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি : চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
নয়ন বড়ুয়া, রাউজান :: (২৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৫৪মি.) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারনে ভোগান্তিতে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।
বাজার ঘুরে দেখা যায় ৫০ টাকার নিচে কোন তরকারি নেই, আলু ছাড়া। দিন দিন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে নিত্যপণ্যের বাজার । ফুলকপি ১০০ টাকা, মূলা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, সিম ১৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পাতা কপি ৭০ টাকা, টমেটো ১২০ টাকা, গাঁজর ১০০ টাকা, কাচাঁমরিচ ২০০ টাকা সহ ৫০ টাকার নিচে কোন তরকারি নেই শুধু আলু বিক্রয় হচ্ছে ২০ টাকা করে তাও পুরাতন আলু, নতুন আলু বিক্রয় হচ্ছে ১০০ টাকা করে। পেয়াঁছের ঝাঁঝ ইতিমধ্যে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার শিরোনাম হয়েছে। মাছ মাংসের বাজারেও আগুন, তুলনা মুলক ভাবে ফার্মের মুরগির দাম কিছুটা কম আছে। ফার্মের মুরগি প্রতি কেজি ১২০-১৬০ টাকা করে বিক্রয় হচ্ছে। গরুর মাংসের কেজি ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা। বাজারে সব কিছু পাওয়া গেলেও বিক্রেতারা উর্ধ্বমূখী কারণ হিসেবে পর্যাপ্ত জোগান না পাওয়াকে দায়ী করছেন। অতিবৃষ্টির কারনে অনেক কৃষক সবজি চাষ করতে পারেনি। আবার যারা করেছেন তার মধ্যে অনেকে ক্ষতির সম্মুখিন হয়েছেন। আর যারা সবজি ফলন করতে পেরেছেন তারা বেশি দামে পাইকারিও খূচরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপাদিত সবজি বিক্রয় করছেন শেষ পর্যন্ত যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ ক্রেতারা। সরকার যতই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে দাবি করলেও তা পুরোপুরি সত্যি নয়। তার প্রমান পাওয়া বাজারে গেলে। কিছু মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। যারা সরকারি চাকরী করে তাদের বেতন উল্লেখ করার মতো বেড়েছে।
কিন্তু যারা বেসরকারি চাকরী করে তাদের বেতন সেই ভাবে বাড়েনি। সরকার কয়জনেরই বা কর্মসংস্থান করতে পেরেছে বেশির ভাগ মানুষ বেসরকারি চাকরী করে জীবনধারণ করে। সবচেয়ে বেশি কষ্টে আছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা আগে যে হারে লাভ করতো লাভের সেই হার আগের মতোই আছে, প্রতিযোগীতার কারণে ক্ষেত্র বিশেষে আরো কমেছে। বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ায় কোন পথ খুঁজে না পেয়ে বেকার যুবকরা বিভিন্ন রকমের দোকান দিয়ে বসে, যার কারণে ক্ষুদ্র ব্যবসার অবস্থাও ভালো নয়। বেশির ভাগ ক্ষুদ্র ব্যবসায়ীকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় মূলধন ভেংগে সংসার চালাতে হচ্ছে। সাধারণ মানুষের শেষ ভরসা সরকার। সরকার যদি দ্রুত নিত্যপণ্য লাগাম টেনে ধরতে না পারেন এর দীর্ঘ মেয়াদী প্রভার পড়বে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে।
সাধারন মানুষ সরকারের নীতি নির্ধারকদের এবিষয়টি প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।