বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে উন্নয়নের জোয়ার থমকে গেছে
চট্টগ্রামে উন্নয়নের জোয়ার থমকে গেছে
রাউজান প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.২০মি.) চট্টগ্রামের অনেক স্থানের জনজীবন থমকে গেছে উন্নয়নের জোয়াড়ে। দীর্ঘদিন ধরে চলা চট্টগ্রামের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে জাইকার অর্থায়নে বহদ্দার হাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে মদুনা ঘাট পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার কাজের জন্য দীর্ঘদিন ধরে যে রাস্তা খনন করা হয়েছে , আজও সেই কাজ শেষ না হওয়ায় এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের জীবন চরম দূর্বিসহ হয়ে পড়েছে। কাপ্তাই সড়ক দিয়ে চলাচলকারী যাদের পক্ষে এই সড়ক এড়িয়ে চলা সম্ভব তারা যথা সম্ভব এই রাস্তা এড়িয়ে চলেন এবং বিকল্প রাস্তা হিসেবে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ব্যবহার করেন এবং অক্সিজেন হয়ে ষোলশহর ২নং গেইট দিয়ে ও অক্সিজেন হয়ে মুরাদপুর দিয়ে আসা যাওয়া করেন। এখন এই দুই দিকের রাস্তায় ও বিপত্তি। কারন এখন এই অক্সিজেন-ষোলশহর ২নং গেইট ও অক্সিজেন-মুরাদপুর রাস্তা ও খনন করেও চট্টগ্রাম ওয়াসার কাজ চলছে আবার ষোলশহর ২নং গেইটের রাস্তার মুখে চলছে মুরাদপুর-লালখান বাজার উড়ালসেতুর সাথে সংযুক্ত উড়াল সড়কের কাজ। তাই এই রাস্তা দিয়ে দীর্ঘ যানযট নিত্য দিনের ব্যাপার। শুধু তাই নয় মাঝে মাঝে যানযটের লাইন এমন দীর্ঘ হয় অক্সিজেন থেকে ষোলশহর ২নং গেইট পুরাটাই গাড়ির লাইন থাকে। চট্টগ্রাম শহরে খানাÑখন্দ ছাড়া রাস্তা খুব কম আছে। তাইতো কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রামের রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের পরও এর বাস্তবায়ন খুব একটা হয়নি বা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়। উড়ালসেতুর কাজ শেষ হওয়ার কারনে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত কিছুটা যানজট কমেছে। কিন্তু উড়ালসেতুর নিচে রাস্তার যে সব খানা খন্দ আছে সেগুলো রয়ে গেছে। যার কারনে নিচ দিয়ে চলাচলকারী যানবাহনের ভোগান্তীর শেষ হয়নি। চট্টগ্রামে ওয়াসা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ধীরগতির কারনে রাস্তার যে বেহালদশা হয়েছে সেজন্য মানুষের ভোগান্তির কাল দীর্ঘ হচ্ছে।
প্রতিদিন এইসব রাস্তাদিয়ে চলাচলকারী মানুষের যথাযথ কতৃপক্ষের নিকট প্রত্যাশা, দ্রুত এই উন্নয়নমুলক কাজ শেষ করে জনসাধারণকে এই দূর্বিসহ ভোগান্তি থেকে মুক্তি দেবেন।