রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » কাউখালীতে পরিবার পরিকল্পনার অবহিতকরন কর্মশালা
কাউখালীতে পরিবার পরিকল্পনার অবহিতকরন কর্মশালা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রবিবার সকাল ১০ টায় নিজস্ব মিলনায়তনে
উপজেলা পর্যায়ে এক ও দুই সন্তান বিশিষ্ঠ দম্পত্তিদের নিয়ে পরিবার পরিকল্পনা মা শিশু স্বাস্থ্য,প্রজনন স্বাস্থ্য,পুষ্ঠি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন বিষয়ে দেশবাপি অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
কর্মশালা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী (এস এম চৌধুরী)৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবার পকিল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম শাহনেওয়াজ আক্তার ৷ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের
পপুলেশন কো-অর্ডিনেটর অফিসার প্রবির কুমার সেন, কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রকিব উল্লাহ প্রমুখ ৷
অবহিতকরন কর্মশালায় অন্যানের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন কাউখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ ওমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অফিসার বিধু রঞ্জন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পপনা বিভাগের মাওচিং চৌধুরী ও মিনুচিং চৌধুরী ৷ অবহিতকরন কর্মশালায় অতিথিরা বলেন, বাংলাদেশ
পৃথিবীর ৮ম জন বহুল দেশ ৷ এ দেশে বাল্য বিবাহ একটি মারাত্বক আকার ধারন করেছে, অন্যদিকে সমাজে বহু বিবাহ তো রয়েছে যার ফলে জনসংখ্যা দিনদিন বেড়েই চলছে কিন্তু সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের সরকারী যে নীতিমালা তা মানুষ জন মেনে চলার কারনে আজ বাংলাদেশে জনসংখ্যা মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে
আস্তে আস্তে চলে আসতেছে বলে বক্তারা তাদের বক্তব্যে এই অভিমত প্রকাশ করেছেন ৷ কর্মশালায় কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন হতে প্রায় বিশজন স্বামী স্ত্রী মোট ৪০ জন নরনারী- পুরুষ অংশ গ্রহন করেন ৷
আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৫ মিঃ