রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খুলনা বিভাগ » রেল যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই - রেলপথ মন্ত্রনালয় সভাপতি
রেল যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই - রেলপথ মন্ত্রনালয় সভাপতি
ঈশ্বরদী প্রতিনিধি :: উত্তর ও দক্ষিনাঞ্চলসহ দেশের মানুষ যাতে সর্ব্বোচ্য সেবা পেতে পারে সেজন্য রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই ৷ রেল বিভাগ এক সময় অবিভাবকহীন ভাবে যোগাযোগ মন্ত্রনালয়ের অধিনে ছিল ৷ বিগত সরকার আমলে ৰমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথক রেলপথ মন্ত্রনালয় গঠন করা হয় ৷ এরই মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন৷ আমরা উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে চাই ৷ রবিবার দুপুরে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে কবির চৌধুরী এমপি পাকশী বিভাগের দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের নিকটস্থ বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট রেললাইন পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা বলেন ৷ এ সময় স্থাণীয় এমপি ও রেলপথ মন্ত্রনালায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজী আলী আজগর টগর এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, কমিটির সদস্য মোহাম্মদ নোমান এমপি, রেলওয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন, এডিজি ( আরএস) খলিলুর রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেন, বিজিবি’র সিইও লে.কর্নেল মনিরুজ্জামানসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ৷
চার সদস্য বিশিষ্ট কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যগন বিজিবি’র দর্শনাস্থ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইমিগ্রেশন ও কাস্টম বিভাগ এবং ভারতগামী মৈত্রী এক্সেপ্রেস ট্রেনের অভ্যন্তরে পরিদর্শন করেন ৷ পরে রেলওয়ের পাকশী বিভাগের পক্ষ থেকে সেটশন চত্বরে আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে কবির চৌধুরী এমপি ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজী আলী আজগর টগর এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, কমিটির সদস্য মোহাম্মদ নোমান এমপি, রেলওয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন ৷ সভায় দামুড়হুদা উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু সভাপতিত্ব করেন ৷ কমিটির সদস্যগন বিকাল সাড়ে চারটায় দর্শনা থেকে খুলনার উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেন ৷ দলটি সোমবার সকাল সাড়ে সাতটা থেকে খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্পের সাইট ও এলাইমেন্ট পরিদর্শন করবেন ৷
আপলোড : ২৯ নভেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : রাত ৯.২৫ মিঃ