রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাবতলীতে রাকাবের ঋণ আদায়
গাবতলীতে রাকাবের ঋণ আদায়
বগুড়া থেকে আল আমিন মন্ডল:: নবান্ন উত্সব উপলক্ষে ২৯ নভেম্বর রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গাবতলী শাখা উদ্যোগে ২য় ঋণ আদায় মহাক্যাম্পে ঋণ গ্রহীতার নিকট ঋণের টাকা গ্রহন করে উদ্বোধন করেন রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম ৷ এসময় উপস্থিত ছিলেন রাকাব গাবতলী শাখার ২য় কর্মকর্তা আব্দুস সাত্তার, সামসাদ, আমিরুল ইসলাম, আনিছুর রহমান, লুত্ফর রহমান, জিল্লুর রহমান, মেহবুব আলী প্রমূখ৷ ২য় ঋণ আদায় মহাক্যাম্পে মোট ৮৩জন ঋণ গ্রহীতার নিকট থেকে ৪২লাখ টাকা আদায় করা হয় ৷ এরমধ্যে শ্রেনীকৃত ঋণ ৪লাখ টাকা, সম্ভাব্য শ্রেনীকৃত ঋণ ২৬ লাখ টাকা, অবশিষ্ট অশ্রেণীকৃত ঋণ ৷ এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম জানান, সম্ভাব্য শ্রেনীকৃত ঋণ আদায়ের পরিমান তুলনামূলকভাবে কম হয়েছে ৷ আগামী ৩০ডিসেম্বরের মধ্যে ঋণ আদায় না করতে পারলে শ্রেনীকৃত ঋণে পরিণত হবে ৷ এসব খেলাপী ঋণ গ্রহীতার জন্য শেষবারের মত সুযোগ দিয়ে আগামী ১০ডিসেম্বর ‘ঋণ আদায় মহাক্যাম্প’ অনুষ্ঠিত হইবে ৷
আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫০মিঃ