বৃহস্পতিবার ● ১৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পার্বতীপুর রেলওয়ে থানায় হত্যা মামলার প্রধান আসামী আটক : তথ্য দিতে নারাজ ওসি
পার্বতীপুর রেলওয়ে থানায় হত্যা মামলার প্রধান আসামী আটক : তথ্য দিতে নারাজ ওসি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১১.৫৯মি.) দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানাধীন এলাকায় দিনে দুপুরে জাহিদ হাসান শুকুর’র(১৭) হত্যা মামলার প্রধান আসামী ডিপজল(১৯) কে পুলিশ গ্রেফতারের পর থেকেই পার্বতীপুর রেলওয়ে থানায় শুরু হয়েছে নাটকীয়তা।
গত ১৩ নভেম্বর সোমবার সকালে পাওয়ার হাউস কলোনী এলকার মহিলা ডিগ্রী কলেজের সামনে ডিপজল ও তার সঙ্গীদের ছুরিকাঘাতে জাহিদ হাসান শুকুর গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে দুপুরে তার মৃত্যু হয়। পরে নিহতের বাবা মামুনুর রশিদ বাদী হয়ে ডিপজল সহ ১০জনের নামে রেল থানায় মামলা করে (মামলা নং ৮)। ঘটনার ঠিক দু’দিনের মাথায় ১৫ নভেম্বর বুধবার বেলা ১২টায় মামলার প্রধান আসামী পৌর শহরের কুলিপাড়া মহল্লার তৈয়বুর রহমানের পুত্র ডিপজলকে আটক করে পার্বতীপুর রেল থানা পুলিশ। এর পর পরই শুরু হয় রেল থানা পুলিশের রহস্যজনক নাটকীয়তা। খবর পেয়েই পার্বতীপুরে কর্মরত বিভিন্ন অনলাইন,ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা থানায় উপস্থিত হলে কোন প্রকার তথ্য না দিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে সু-কৌশলে এড়িয়ে যান রেল থানার অফিসার ইনচার্জ ওসি) মীর মনিরুল ইসলাম। আসামী গ্রেফতারের প্রায় ৯ ঘন্টা পর রাত ৮টায় আবারো গ্রেফতারের বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেন সংবাদকর্মীদের। এদিকে ডিপজল গ্রেফতার হওয়ায় এলাকার সর্বস্তরের মানুষ দুপুরে তার ফাঁসির দাবীতে শহরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে মানব বন্ধন করে।