শুক্রবার ● ১৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » মুক্তিযোদ্ধা অনিল বর্মণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
মুক্তিযোদ্ধা অনিল বর্মণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
সিলেট প্রতিনিধি :: (৩ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) সিলেটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অনিল সিংহ বর্মণ পরলোক গমন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছেলেমেয়েসহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা অনিল সিংহ বর্মণ নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার সকাল ৯টায় দক্ষিণ সুরমার ঝালোপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন প্রজাতন্ত্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ সুরমা মোছা. খালেদা খাতুন রেখাসহ একদল পুলিশ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মনাফ খান,সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কমিটির কমান্ডার মুক্তিযোদ্ধা গুলজার খান, মুক্তিযোদ্ধা হীরেন্দ্র, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস্ লিপন, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি শাহ আলম জুনেদ, সদস্য শামীম আহমদ, দুলাল আহমদ, জালালাবাদ সূর্য্যমুখী যুব সংঘের উপদেষ্ঠা কমিটির ছালাম আহমদ ও শাবাজ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অনিল বর্মণ’র পরিবারের সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।