রবিবার ● ২৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে উপজেলা পরিষদের সমন্বয় সভায় হামলার ঘটনায় পৃথকভাবে মামলা
বিশ্বনাথে উপজেলা পরিষদের সমন্বয় সভায় হামলার ঘটনায় পৃথকভাবে মামলা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরীর উপর হামলার ঘটনায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে ৷ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিনকে প্রধান অভিযুক্ত করে ১১ জনের নাম উল্লেখ করেও আরোও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন ৷
উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিও গোলাম কিবরিয়া বাদী হয়ে ওই মামলা করেন৷ যার নং ১৮ (তাং ২৭/১১/১৫ইং)৷ মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন জানাইয়া গ্রামের শাহ আমিরউদ্দিন, ওয়াসিমউদ্দিন, মো. শাহজাহান, জসিমউদ্দিন, ছাত্রনেতা নিজাম, জুয়াদ আলী, মুসলিম আলী, দুলাল মিয়া, শামীম আহমদ, ইসলামউদ্দিন৷
এদিকে, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ নূর বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ করে ৪/৫জন অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন ৷ মামলা নং ২১৷ তাং ২৯.১১.১৫ইং৷
উপজেলা পরিষদের সমন্বয় সভায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন গতকাল রোববার আহমদ নূর উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন ৷
প্রসঙ্গত, ‘টিআর-কাবিখা-এডিপি’ প্রকল্প রেজুলেশনে ‘অনত্মর্ভূক্তি ও বাতিল’ করা নিয়ে উপজেলা পরিষদের সমমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী এবং ভাইসচেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আহমেদ নুরউদ্দিনের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনার জের ধরে পরবর্তি সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর উপর অর্তকিতভাবে হামলা বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে একাধিক বার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের ১১ রাউন্ড গুলি নিক্ষেপ করে ৷ এতে ৩ জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন ৷আপলোড : ২৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ