রবিবার ● ১৯ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৭মি.) ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ বছর বিশ্বনাথ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৪ চার হাজার ৮২৬ এবং ইবতেদায়িতে ৭১৯ জন। বিশ্বনাথে মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ। এবছর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে। আগে এই পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। পরীক্ষা সূচি: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।আর ইবতেদায়িতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।