শিরোনাম:
●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার ●   পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার ●   চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ●   কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ধরা খেল শিক্ষক হেলাল ১১ লাখে দফারফা ●   শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা অর্জন করলো মিরসরাইয়ের দুর্বার প্রগতি সংগঠন ●   চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট শুরু ●   ঈশ্বরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর আটক ●   নবীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র দাসের পরলোকগম রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ●   বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান ●   রত্ন সাংবাদিকে ভূষিত হওয়াতে একেএম মকছুদ আহমেদকে সিএইচটি মিডিয়া পরিবারের অভিনন্দন
রাঙামাটি, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » বাংলাদেশি পাসপোর্ট ইস্যুতে সক্রিয় রোহিঙ্গারা
প্রথম পাতা » কক্সবাজার » বাংলাদেশি পাসপোর্ট ইস্যুতে সক্রিয় রোহিঙ্গারা
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি পাসপোর্ট ইস্যুতে সক্রিয় রোহিঙ্গারা

---

উখিয়া প্রতিনিধি :: (৭অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.১৯মি.) মিয়ানমার সরকারের সেনাবাহিনী ও উগ্রপন্থী মগদের অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে ৬ লাখ ৩০ হাজার রোহিঙ্গা। নতুন করে আসা রোহিঙ্গারাও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে। এসব রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে ও পাসপোর্ট বানিয়ে দিয়ে সমাজের কিছু জনপ্রতিনিধি ও দালালচক্ররা মোটা অংকের ফায়দা লুটছে এমন অভিযোগ প্রশাসনের কাছে রয়েছে।
২৫ আগষ্ট থেকে আসা রোহিঙ্গাদের মধ্যে অনেকেই সুযোগ বুঝে বিদেশে পাড়ি দেওয়ার কৌশল নিচ্ছে। আর তাদের সঙ্গে যোগ দিয়েছে দেশীয় দালালচক্র। রোহিঙ্গাদের বাঙালি পোষাক পরিয়ে জন্মসনদ ইস্যু গুরুত্বপূর্ণ কাগজপত্রের যোগান দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা করছে তারা। তাছাড়া অতীতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসেছে তাদের অনেকেই স্থানীয় জনসাধারণের সঙ্গে মিশে গেছে। স্থানীয় ভাষা এবং চেহারায় মিল থাকায় কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের থেকে তাদের আলাদা করা কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, মালয়েশিয়ায় যাওয়া হাজার হাজার রোহিঙ্গারা বাংলাদেশি পরিচয়ে সেখানে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালালে অনেক রোহিঙ্গা আটক হয়। এ ছাড়াও প্রতি বছর হজ্ব ও ওমরাহ ভিসায় অনেক রোহিঙ্গা বাংলাদেশ থেকে সৌদি আরবে পাড়ি জমায়। সৌদি সরকার রোহিঙ্গাদের প্রতি সদয় হওয়ায় সেই সুযোগ কাজে লাগাচ্ছে রোহিঙ্গারা। শুধু সৌদি আরবেই এখন ৫ লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে বাংলাদেশি পাসপোর্টধারীর সংখ্যাও হাজার হাজার।
এদিকে রোহিঙ্গারা যাতে অবৈধ পন্থায় পাসপোর্ট তৈরি করতে না পারে সে জন্য কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এছাড়াও রোহিঙ্গাদের যথাযথ প্রক্রিয়ায় স্বদেশে ফেরত পাঠানো সহ তারা যাতে কোন ধরনের অপরাধ কর্মকান্ডে জড়াতে না পারে সে জন্য তাদেরকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
ইতোমধ্যে চট্টগ্রাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেলে ৭ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই প্রশাসনের সর্বস্তরে কঠোর নজরদারি রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এবারই প্রথম নয়, এর আগে কমপক্ষে প্রায় ২ লাখ রোহিঙ্গা বিভিন্ন সময়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ চলে গেছে।

পাড়ি জমানো উল্লেখ্যযোগ্য দেশ গুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, সৌদি আরব, অষ্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, কিংডম কুয়েত, ইরাক, ইরান, কাতার, জর্দান, ওমান, সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা রয়েছে। বিদেশে গিয়ে রোহিঙ্গাদের কেউ কেউ অপরাধে জড়িয়ে পড়ছে এবং তাদের অপরাধের দায়ভার বর্তাচ্ছে বাংলাদেশের ওপর। সংশ্নিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
উখিয়ার বালুখালী রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত ড্যাব এর অস্থায়ী মেডিকেল ক্যাম্পের সামনে দেখা হয় রোহিঙ্গা যুবক আবু তৈয়বের সাথে। এআরবি রোহিঙ্গা নিউজ নামের একটি কার্ড ঝুলিয়েছে গলায়। হাতে মুভি ক্যামেরা। প্রতিবেদককে দেখে কার্ডটি লুকানোর চেষ্টা করছিল বারবার। বাড়ি কোথায় জানতে চাওয়া হলে বাংলায় অষ্ট্রেলিয়ায় বলে জানায়। নাম জিজ্ঞেস করা হলে আবু তৈয়ব। মুহুর্তেই কৌশলে হাজারো মানুষের ভিড়ে আড়ালে চলে যায়।
আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমে দায়িত্বরত কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল কালাম মো. লুৎফর রহমান জানান, রবিবার (২০ নভেম্বর) পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয় ক্যাম্পের ৭টি বায়োমেট্রিক কেন্দ্রে ৫ লাখ ৮৬ হাজার ৫৭২ জন রোহিঙ্গার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৫ আগষ্টের পর থেকে রোববার পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার ১৭৫ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশের কক্সবাজারের উখিয়া-টেকনাফে অনুপ্রবেশ করেছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন বলেন, কক্সবাজারে বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশের ২টি সহ মোট ১৩টি চেকপোষ্ট করা হয়েছে। এসব পয়েন্ট থেকে এ পর্যন্ত ৩৭ হাজারের মতো রোহিঙ্গাকে উদ্ধার করে বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে।
যেহেতু বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন চলছে। এখন আর সেটি করা এতো সহজ নয়। রোহিঙ্গারা সন্ত্রাস ও সমাজবিরোধী কাজ করলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। ইতিমধ্যে সরকারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এই বার্তা রোহিঙ্গাদের মধ্যে প্রচার করা হয়েছে এবং অব্যাহত আছে। পাশাপাশি তারা যাতে পাসপোর্ট তৈরি করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক রয়েছে। এ ব্যাপারে কেউ রোহিঙ্গাদের সহযোগিতা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, রোহিঙ্গারা বাংলাদেশের সামজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য বিশাল সমস্যা। মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া হলেও বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাই কক্সবাজার জেলার বাসিন্দাদের জন্য জন্ম নিবন্ধনের পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনে কঠোর হতে বলা হয়েছে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলার পর বাংলাদেশে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফে। তাদের মধ্যে অনেকেই চট্টগ্রাম বিভাগ থেকেই অন্যান্য বিভাগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে কৌশলে পাসপোর্ট তৈরির সুযোগ নিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে।
কয়েক দশক ধরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা শুধু পর্যটন জেলা কক্সবাজারের নয়, গোটা বাংলাদেশের সামাজিক ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি। বর্তমানে বিভিন্ন ক্যাম্পে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান। তাই তাদের গতিবিধির ওপর নজরদারি জোরদার এবং নির্দিষ্ট এলাকার বাইরে চলাচলে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে এমনটি জানিয়েছে গোয়েন্দা সংস্থা।





কক্সবাজার এর আরও খবর

ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩ উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩
রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানায় অভিযান : দুই জঙ্গি নেতা আটক রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানায় অভিযান : দুই জঙ্গি নেতা আটক
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

আর্কাইভ