বুধবার ● ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন
বিকেএসপিতে ক্রীড়াবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০০মি.) আজ ২২ নভেস্বর সকালে বিকেএসপি আয়োজিত ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্চ- প্রেজেন্ট এ্যান্ড ফিউচার’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. ফায়জুল কবির, যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান।ভোট অব থ্যাংকস দেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ)এ, বি, এম রুহুর আজাদ । অনুষ্ঠানের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি লে. কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ। এরপর ‘ট্রেন্ড অব স্পোর্টস সাইন্স রিসার্চ- প্রেজেন্ট এ্যান্ড ফিউচার” এর উপর কি নোট উপস্থাপন করেন যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টের প্রোফেসর ড. সুদর্শন ভৌমিক, সেমিনারের প্রথম সেশনে চেয়ারপার্সন হিসেবে সাইন্স অব স্পোর্টস ট্রেনিং বিষয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ভারতে জিওয়াজি ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যান্সেলর ড.এ কে উপ্পল এবং কো-চেয়ারপার্সন ছিলেন যশোর সাইন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টসসাইন্স ডিপার্টমেন্টেরে এসোসিয়েট প্রফেসর মো. জাফিরুল ইসলাম। দ্বিতীয় সেশনে এক্সারসাইজ ফিজিওলজি এ্যান্ড মেডিসিন বিষয়ে চেয়ারপার্সন ছিলেন ভারতের কালিয়ানি ইউনিভার্সিটির সাবেক ভাইস-চ্যাঞ্চেলর প্রোফেসর ড. অলোক ব্যানার্জী এবং কো-চেয়ারপার্সন ছিলেন বিকেএসপি’র ক্রীড়াবিজ্ঞন বিভাগের সিনিয়র রিসার্চ অফিসার মো. বখতিয়ার । দেশী-বিদেশী (ভারত, দ. কোরিয়া, স্পেন ও ইংল্যান্ড) মোট ২৫ জন গবেষক ও ১২ জন বিশেষজ্ঞ সহ প্রায় দুইশত শতাধিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সেমিনারে অংশগ্রহণ করেন।
আগামীকাল স্পোর্টস সাইকোলজি ও স্পের্টস বায়োমেকানিক্স বিষয়ের উপর গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করা হবে।