বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে কৃষি চারা বিতরণ
মোরায় ক্ষতিগ্রস্থদের মাঝে কৃষি চারা বিতরণ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) বান্দরবানের আলীকদম উপজেলায় ‘ঘূর্ণিঝড় মোরায়’ ক্ষতিগ্রস্থদের মাঝে চারা ও নগদ অর্থ বিতরণ করেছে কারিতাস খাদ্য নিরাপত্ত প্রকল্প। মঙ্গলবার বিকাল তিনটায় কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের আলীকদম উপজেলা কার্যালয়ে এসব চারা ও অর্থ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, হর্টিকালচার কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প আলীকদমের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা ও সংবাদিক হাসান মাহমুদ প্রমূখ।
এসময় ৩৭ জন বাগান চাষি ও ১৮ জন আর্থকরী ফসল চাষির মাঝে জনপ্রতি ১৫টি দেশী নারিকেল চারা, ১টি ভিয়েতনামের নারিকেল চারা, ৮টি সুপারি চারা, ২৫ কেজি আলী বীজ ও নগদ ২৫শ টাকা হারে বিতরণ করা হয়।