শুক্রবার ● ২৪ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর উদ্বোধন
রাউজানে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর উদ্বোধন
রাউজান প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) আজ ২৪ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ইন্দোনেশিয়া ও চীন থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কার প্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি রাউজান উপজেলার সম্মেলন কক্ষে বিকাল ৩ টা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক ড. মির শাহ্ আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটর, চীন আন্তর্জাতিক বেতার ও চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইকবাল।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) রাউজান উপজেলা শাখায় প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হয় সাংবাদিক ও মানবাধিকারকর্মী নয়ন বড়ুয়া, সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় প্রকৌশলী মানিক বিকাশ বড়ুয়া, সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক সুপন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, প্রচারও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক মো. ফরিদ মিয়া, কার্যকরী সদস্য ডা. মো. দিদারুল আলম, সাব্বির হোসেন ইমন. নুরুল আলম ইয়াছিন ও সবুর খান।