শিরোনাম:
●   রাঙামাটি জেলায় গণঅভ্যুত্থানের পর জনগণের আকাঙ্খার বাস্তবায়ন ও প্রতিফলন ঘটেনি ●   কাল ১৮এপ্রিল রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ সম্মেলন ●   কুষ্টিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   অবিলম্বে মেঘনাকে মুক্তি দিন, ৭৪ এর বিশেষ ক্ষমতা আইন বাতিল করুন ●   মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে ●   আত্রাইয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন কাগজের ফুল ●   পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান ●   বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক ●   প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ●   ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর ●   ১৩ বছর পর জমি দখলে নেয় ভুক্তভোগী, ভিন্নখাতে নিতে অপ-প্রচার ●   দেহ ব্যবসায়ীদের আস্তানা পুড়িয়ে দিলেন এলাকাবাসী ●   রাঙামাটিতে নারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন : ঘাতক গ্রেফতার ●   গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা ●   বাঙ্গালহালিয়া শিব মন্দিরে ৫ দিনব্যাপী বাসন্তী মায়ের পূজা ●   রাঙামাটি এটিআই শিক্ষার্থীরা ৮ দফা কর্মসূচির ঘোষণা ●   ছেলের দায়ের কোপে আহত মায়ের মৃত্যু ●   সু-প্রদীপ চাকমা রাঙামাটিতে আগমনের প্রতিবাদে কালো পতাকা হাতে বিক্ষোভ ●   রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ●   এতিম শিশুদের সাথে ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগ করে নিলেন রাঙামাটি জেলা প্রশাসক ●   রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন ●   সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য ●   সাইফুল হক দেশবাসীকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন ●   সু-প্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্চিত ঘোষণার হুশিয়ারী দিয়েছে পিসিসিপি ●   পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি ●   জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মতামত জমা দেয়া হয়েছে ●   রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ ●   রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক ●   রাঙামাটিতে রক্তেভেজা গণঅভ্যুত্থান : পাহাড়ের বৈষম্য বইয়ের মোড়ক উম্মোচন ●   রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাঁশের সাকো দিয়ে ২ ইউনিয়ন বাসির চলাচল
প্রথম পাতা » জাতীয় » বাঁশের সাকো দিয়ে ২ ইউনিয়ন বাসির চলাচল
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঁশের সাকো দিয়ে ২ ইউনিয়ন বাসির চলাচল

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: ২১ সেপ্টেম্বর : খাজাঞ্চী নদী ৷ সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম একটি প্রধান নদী ৷ এককালে নদীটি ছিল তীব্র খড়স্রোতা ৷ এখন এটি প্রায় মৃত ৷ উপজেলার রামপাশা ও খাজাঞ্চী ইউনিয়নের সংযোগস্থল আশুগঞ্জ বাজার এলাকায় প্রায় ১৫০ ফুট প্রস্থের নদীর উপর একটি সেতু নির্মানের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের ৷
সেতু নির্মান না হওয়ার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকার নয়টি গ্রামের প্রায় ছয় হাজার মানুষকে প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই পারাপার করতে হয় ৷ এতে প্রতিনিয়তই ঘটে অনেক দুর্ঘটনা ৷ ফলে বাড়ছে জনদুর্ভোগ ৷ আর সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরাই ৷
এলাকাবাসীর অভিযোগ, দুই ইউনিয়নের সংযোগ স্থাপনকারী সাঁকোর স্থলে একটি সেতু নির্মিত হলে এলাকাবাসীর দুর্ভোগ কমার পাশাপাশি বাড়ত শিক্ষিতের হার ৷ কিন্তু সংশিস্নস্ট কর্তৃপক্ষ ও এলাকার জনপ্রতিনিধিরা এব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করছেন না ৷ রোগীদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসিকে ৷ তাছাড়া ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপারের ক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থীর হাত থেকে বই-খাতা নদীর পানিতে ছিটকে পড়ে হচ্ছে নষ্ঠ ৷
এলাকাবাসীর আরও অভিযোগ, প্রতি বছর সাঁকোটি নির্মান করতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয় ৷ আর তা এলাকাবাসি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রদান করা চাঁদা থেকে নির্মান করা হয় ৷ সরকারি কোন সহযোগীতা না থাকায় এলাকার গরীব জনসাধারণের জন্য তা কষ্ঠকর বিষয় হয়ে দাঁড়ায় ৷ আর্থিক সংকঠের কারণে তাই সাঁকো নির্মান করা হয় শুধু মাত্র সুরু বাঁশ দিয়ে ৷ তাতে বাঁশের ছাটাই দেওয়া সম্ভব হয় না ৷ ছাটাই না থাকলে ঝুঁকি আরোও বেড়ে যায় ৷
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিলপার, বাবুনগর, মাওনপুর, তেঘরী, কান্দিগাঁও, জয়নগর, নোয়াপাড়া, ভাটপাড়া, তেলিকোনা (একাংশ) গ্রামের জনসাধারণকে খাজাঞ্চী নদীতে থাকা সাঁকো পার হয়ে আসতে হয় আশুগঞ্জ বাজারে, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ নিজেদেও গত্যব্যস্থানে ৷ প্রতি শনি ও মঙ্গলবার আশুগঞ্জ বাজারে হাট থাকে ৷ তখন একদিনে প্রায় দুই হাজার মানুষকে সাঁকো দিয়ে চলাচল করতে হয় ৷ এছাড়া ওই এলাকার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন বাধ্যতামূলকভাবে সাঁকো ব্যবহার করে আসতে হয় ‘আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলিচাইল্ড কিন্টার গার্ডেনে’ শিক্ষার্জন করতে ৷
এলাকার রংমালা বিবি বলেন, নাতী-নাতনিরা একা একা সাঁকো পারাপারে ভয় পায় বলেই প্রতিদিন তাঁদের সঙ্গে পরিবারের বড় কাউকে আসতে হয় ৷ আবার স্কুল ছুটির পর আবারও কাউকে এসে নিতে হয় ৷ তা না হলে ওরা স্কুলেই যায় না ৷
দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গোবিন্দ মালাকার (৪র্থ), ছাবিয়া বেগম (৩য়), সীমানত্মা সীমা (৪র্থ), রাজন দাশ (৫ম) বলেন, প্রতিদিন আমাদেরকে অন্যের সাহায্য নিয়ে সাঁকো পারাপারের হতে হয়৷ অনেক সময় আবার একা একাই ৷ এক্ষেত্রে অনেকের (সহপাঠী) হাত থেকে বই-খাতা ছিটকে পানিতে পড়ে নষ্ঠ হয়ে যায়৷ অনেকে (শিক্ষার্থী) আবার সাঁকো থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকারও হয় ৷
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিৰার্থী জুয়েল আহমদ (৯ম), রুহুল আমীন (৭ম), মমতা দাশ (৬ষ্ঠ) ও হলিচাইল্ড কিন্টার গার্ডেনের শিক্ষার্থী আবুল হোসেন (৭ম), ইয়াসমিন বেগম (৬ষ্ঠ) বলেন, আমাদের কথা (শিক্ষার্থী) চিন্তা করে হলেও এখানে একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরী ৷ সেতু নির্মান করা হলে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা আরোও বৃদ্ধি পাবে ৷ এলাকাবাসীর দুর্ভোগও কমে যাবে ৷
সবজি ব্যবসায়ী সমুজ আলী বলেন, বিলপারসহ ওই গ্রামগুলো ব্যাপক পরিমাণ সবজি উত্‍পাদন করা হয় ৷ তা বিক্রি করতে হলে তাই ঝুঁকি নিয়ে ওই বাঁশের সাঁকো দিয়ের পার করতে হয় ৷ এতে আমাদের দুর্ভোগ বেড়ে যায় ৷ এখানে সেতু হলে আমাদের কষ্ঠও কমে যাবে ৷
কৃষক আবদুল হক বলেন, গবাদি পশুরা অসুস্থ হলে তাদের চিকিত্‍সা করাতে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয় ৷ চাষাবাদের সময় বীজ-সার ও হালি (ধানের চারা) বহনের ক্ষেত্রেও আমাদের দুর্ভোগের শেষ নেই ৷
আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, আশা করি কিছু দিনের মধ্যে আমাদের বিদ্যালয়টি কলেজে উনি্নত হবে ৷ এতে শিক্ষার্থীদের সংখ্যাও বৃদ্ধি পাবে ৷ ফলে সাঁকো দিয়ে মানুষের চলাচলও বৃদ্ধি পাবে ৷ তাই জনগুরুত্বে দিক বিবেচনা করে এখানে একটি সেতু নির্মাণ করা জরুরী ৷
বিলপার গ্রামের মখলিছ আলী ও পল্লী চিকিত্‍সক সারোয়ার হোসাইন বলেন, একটি সেতুর অভাবে আমাদের এলাকার ওই গ্রামগুলোর মানুষদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ৷ বিশেষ করে কেউ অসুস্থ হলে তাঁকে চিকিত্‍সার জন্য নিয়ে যেতে আমাদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় ৷
রামচন্দ্রপুর গ্রামের সেবুল মিয়া বলেন, সাঁকোর পরিবর্তে এখানে সেতু নির্মাণ করা হলে দুইটি ইউনিয়নের মানুষের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এলাকাও উন্নত হবে ৷ আর এলাকাবাসীকেও নিজেদের মৌলিক ও নাগরিক সুবিধা পেতে দুর্ভোগ পোহাতে হবে না৷
রামাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিটি পূরণের জন্য খাজাঞ্চী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য সংশিস্নস্ট কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে যাওয়া হচ্ছে ৷ সকলের সার্বিক সহযোগীতায় আশা করি শীঘ্রই এলাকাবাসীর দাবি পূরনে প্রদৰেপ গ্রহন করা হবে ৷
খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম সিদ্দিকী বলেন, উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ করতে হলে বাধ্যতামূলক ভাবে ওই গ্রামগুলোর বাসিন্দাদেরকে ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে হয় ৷ শিক্ষার্থী ও রোগী পারাপারের ক্ষেত্রেও এলাকাবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ ৷ এখানে একটি সেতু নির্মান অত্যনত্ম জরুরী ৷ আর তা যত দ্রুত সম্ভব হবে ততই লাভবান হবেন এলাকাবাসী ৷
উপজেলা স্থানীয় প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত বলেন, সেতু নির্মাণের প্রসত্মাবটি মন্ত্রণালয়ে রয়েছে ৷ প্রস্তাবটি মন্ত্রণালয় থেকে পাশ হলে আমাদেরকে জানানো হবে ৷ এরপর সেতু নির্মাণের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে ৷
স্থানীয় সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, পর্যায়ক্রমের উপজেলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে ৷ এর জন্য প্রয়োজন সর্বমহলের সহযোগীতা ৷ 





জাতীয় এর আরও খবর

স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা
জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ
রাঙামাটিতে বিজিবি’র পক্ষ থেকে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি রাঙামাটিতে বিজিবি’র পক্ষ থেকে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি
উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক
রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা
চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই : গণতন্ত্র মঞ্চ চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই : গণতন্ত্র মঞ্চ

আর্কাইভ