বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত চার প্রকল্পের উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়িত চার প্রকল্পের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৫মি.) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত রাঙামাটি পার্বত্য জেলার চার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর বৃহষ্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলায় বাস্তবায়িত চারটি প্রকল্পের উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। প্রকল্পসমূহ মধ্যে রয়েছে - রাঙামাটি সদর উপজেলাধীন কিল্লামুড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ, যার প্রাক্কলিত ব্যয় ৩০ লক্ষ টাকা, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের চলাচলের রাস্তা নির্মাণ, যার প্রাক্কলিত ব্যয় ৩০ লক্ষ টাকা, মোনঘর শিশুসদনের একাডেমিক ভবন নির্মাণ, যার প্রাক্কলিত ব্যয় ১ কোটি ১৮ লক্ষ টাকা এবং শিজক কলেজের প্রফেসর’স ডরমিটরী ভবন নির্মাণ, যার প্রাক্কলিত ব্যয়- ১ কোটি ৩০ লক্ষ টাকা। এসময় বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত সচিব), আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং মোনঘর শিশুসদনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।