শুক্রবার ● ১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ইউপিডিএফ এর পানছড়ি‘র প্রধান সম্মনয়ক অস্ত্রসহ আটক
ইউপিডিএফ এর পানছড়ি‘র প্রধান সম্মনয়ক অস্ত্রসহ আটক
পানছড়ি প্রতিনিধি :: (১৭ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬ মি.) শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত খীসা)‘র পানছড়ি‘র প্রধান সম্মনয়ককে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করা হয়।
আইন শৃংখলা বাহিনীর সূত্র মতে জানাযায়, খাগড়াছড়ি থেকে সিএনজি যোগে পানছড়ি যাওয়ার সময় ভাইবোনছড়া এলাকায় সেনাবাহনী ক্যাম্পের চেক পোষ্টের সামনে থেকে ইউপিডিএফ‘র পানছড়ি‘র প্রধান সম্মনয়ক প্রদীপ ময় চাকমা ওরফে বিশাল চাকমা ওরফে সেবক চাকমা (৫০)কে আটক করা হয়। আটক কালে সে নিজের পরিচয় স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
আইন শৃংখ্যলা বাহিনী‘র সূত্র মতে আরো জানাযায়, আটক পরবর্তি তাকে জিজ্ঞাসাবাদকালে বিশাল চাকমা আইন শৃংখলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। আটককৃতকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা দায়ার করা হয়েছে। মামলা নাম্বার ১১ তারিখ ৩০নভেম্বর ২০১৭ইংরেজি।
এব্যাপারে খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান প্রদীপ ময় চাকমা ওরফে বিশাল চাকমাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।