শনিবার ● ২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য র্যালী
পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে পানছড়িতে বর্ণাঢ্য র্যালী
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: (১৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৯.৫৫মি.) পার্বত্য চুক্তির দুই যুগ পূর্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় গতকাল শুক্রবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কোয়ারে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল হাসান পিএসসি ও উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকাম।
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন পরিচালিত সভায় আরো উপস্থিত ছিলেন থানা অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান, সাব জোন কমান্ডার রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ইউপি চেয়ারম্যানগন ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়াও র্যালীতে অংশ নেয় পাহাড়ি-বাঙ্গালী নারী-পুরুষ, ছাত্র/ছাত্রী, সেনা বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগন।