শনিবার ● ২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ বিক্ষুব্দ : উষাতন তালুকদার
পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ বিক্ষুব্দ : উষাতন তালুকদার
অঞ্জন চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৭মি.) পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের মানুষ বিক্ষুব্দ ও প্রতিবাদী বলে উল্লেখ করেছেন ২৯৯ রাঙামাটি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার। তিনি বলেন পার্বত্য চুক্তির দুই দশক পুর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামীলীগ আজ বিজয় দিবসের মত আনন্দ উৎসব করছে ।
পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন সংগঠিত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিহত করুন শ্লোগান নিয়ে ২ ডিসেম্বর শনিবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের দুই দশক পার হলেও চুক্তির মৌলিক ধারাগুলি বাস্তবায়ন না হওয়া অত্যন্ত হতাশার।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিষ্ট পার্টি চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।
এসময় পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুমন মারমা, রাঙামাটি জেলা যুব সমিতির সাধারন সম্পাদক অরুন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান সরকার দুই মেয়াদে ৯ বছর ক্ষমতায় বর্তমান থাকলেও চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়ন না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। এসময় চুক্তি পূর্ণ বাস্তবায়নে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এসময় জেলার বিভিন্ন উপজেলার হাজার হাজার পাহাড়ী নারী পুরুষ পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবীতে সমাবেশে অংশ নেয়।