রবিবার ● ৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিটি দিন হোক ২রা ডিসেম্বর
প্রতিটি দিন হোক ২রা ডিসেম্বর
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৯ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৭মি.) শান্তি সম্প্রীতি উন্নয়ন এই লক্ষকে সামনে রেখে সম্প্রীতির বান্দরবানের আলীকদমে উদ্যাপিত হয়েছে পার্বত্য চুক্তির ২০ তম দিবস ২রা ডিসেম্বর ২০১৭। এই উপলক্ষে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ মাহবুবুর রহমান পিএসসি এর নেতৃত্বে সকাল ১০ টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লে. কর্ণেল মাহাবুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, খিং ওয়ান নু, লামা আলীকদম থানার অফিসার ইনচার্জ, রফিকুল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান সারাবান তহুরা, আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং , রুপসি পাড়া ইউপি চেয়ারম্যান সাচিংপ্রু মার্মা, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন ও আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক ম্রো প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে লে. কর্ণেল মাহাবুব বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বদ্ধপরিকর। সুতরাং পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন আসন্ন। তিনি আরো বলেন পার্বত্য চুক্তি সম্পাদনের ২০ বছর পূর্তি হয়েছে। বছরের প্রতিতি দিনই যেন এই দিনটির মত আনন্দমূখর হয়। তাহলেই এই দিবসের প্রতি যথাযথ সম্মান দেখানো হবে।