সোমবার ● ৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নওগাঁয় পাজেরো গাড়ী ও ১১০ কেজি গাঁজাসহ আটক-২
নওগাঁয় পাজেরো গাড়ী ও ১১০ কেজি গাঁজাসহ আটক-২
নওগাঁ প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৮মি.) নওগাঁয় ১১০ কেজি গাঁজা ও একটি পাজেরো গাড়ীসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ
নওগাঁ’র বদলগাছি উপজেলায় একটি পাজেরো গাড়ী এবং ১১০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১১টায় জেলার উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রীজ সড়কের শ্রীরামপুর নামকস্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পাজেরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চত লক্ষিপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের পুত্র আব্দুল বারেক (২৫) এবং অপরজন চাঁদপুর জেলাধীন শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলঅমের পুত্র সেলিম হোসেন (৪০)।
নওগাঁ ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রফিক জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নির্দেশ অনুযায়ী ঘটনার সময় শ্রীরাম পুর ব্রীজের উপর ডিবি পুলিশ পরির্দশক সাজেদু রহমানকে সঙ্গে নিয়ে অফিসার্স ইনচার্জ আব্দুর রফিক এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। গাঁজা বহনকারী পাজেরো গাড়ীটি সেখানে পৌঁছলে সামনে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ব্যারিকেড উপেখা করে সামনে এগুতে চাইলে শর্টগানের পর পর দু রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এক পর্যায়ে গিিাট পিছন দিকে যাওয়ার চেষ্টা করে। এক সময় তাদের আটকর করতে সক্ষম হয়।
ডিবি পুলিশ তল্লাশী চালিয়ে ঐ গাড়ী থেকে ১২ কেজি ওজনের ৯টি এবং ২ কেজি ওজনের ১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পুলিশ জানায় আটক ১১০ কেজি গাঁজার বর্তমান বাজার মুল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং আটক পাজেরো গাড়িটির মুল্য ১৫ লাখ টাকা।
বদলগাছি থানায় এ ব্যপারে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।