বুধবার ● ৬ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » পাখির নিরাপদ আবাসস্থল স্থাপন
পাখির নিরাপদ আবাসস্থল স্থাপন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখিদের নিরাপদ জীবন-যাপনের সুবিধার্থে ঝিনাইদহে পাখির কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে। মোস্তফা আজিজ আর্ট স্কুলের সহযোগিতায় ভোর হোল সাংস্কৃতিক বিদ্যালয় ও ঝিনেদা থিয়েটারের আয়োজনে ৫ ডিসেম্বর মঙ্গলবার ও ৬ ডিসেম্বর বুধবার হরিণাকুন্ডুর বিভিন্ন গ্রামে এ কর্মসূচী পরিচালিত হয়। মোস্তফা আজিজ আর্ট স্কুলের পরিচালক শফিক মাহমুদ জানান, দু’দিন ব্যাপী হরিণাকুন্ডুর কায়েতপাড়া বাওড়সহ বিভিন্ন গ্রামের গাছে গাছে পাখির জন্য মাটির কলস বেঁধে দেওয়া হয়। এসময় হাবিবুর রহমান, আলামিন হোসেন, লিংকন, কামাল, পারভেজ, হাসুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।